স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং-আজমিরীগঞ্জ উপজেলার প্রায় প্রতিটি পূজামন্ডপ পরিদর্শন করেছেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক আইন উপ-কমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক, সুপ্রিম কোর্টের আইনজীবী ময়েজ উদ্দিন শরীফ রুয়েল। গত তিন দিন ধরে তিনি বানিয়াচং-আজমিরীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রত্যেকটি এলাকা ঘুরে ঘুরে পূজাম-প পরিদর্শন করেন এবং জননেত্রী শেখ হাসিনা তাদের পাশে থাকার কথা জানান। তাদের নির্বিঘেœ পূজা উদযাপন করতে সহযোগিতা করেন। এছাড়া তিনি বিভিন্ন পূজাম-পে আর্থিক সহযোগিতা করেন। বানিয়াচং উপজেলা পূজা উদযাপন পরিষদকে নগদ ৫০ হাজার টাকা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের বার বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম অ্যাডভোকেট শরীফ উদ্দিন আহমেদ এর ছেলে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com