হবিগঞ্জ পৌরসভার আয়োজনে দুর্গাপূজার প্রতিমা বিসর্জন অনুষ্ঠনে এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেন- হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই বাঙালী। এই বাঙালী চেতনা নিয়ে বঙ্গবন্ধুর আহবানে আমরা দেশ স্বাধীন করেছিলাম। এখন শেখ হাসিনার নেতৃত্বে আমাদের দেশ মাথা উচু করে এগিয়ে যাচ্ছে। হবিগঞ্জ পৌরসভার আয়োজনে শহরের খোয়াই মুখ পৌর ঘাটলায় শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমাদের অঙ্গিকার বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক বাংলাদেশ। বাংলাদেশ হবে জঙ্গিমুক্ত, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ, ক্ষুধা দারিদ্রমুক্ত বাংলাদেশ এবং তথ্য প্রযুক্তি নির্ভর বাংলাদেশ। আমরা সেই স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে একযোগে কাজ করবো। হবিগঞ্জ অসাম্প্রদায়িক জেলা এটি আমরা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে উপহার দিতে চাই। বাংলাদেশকে জঙ্গিবাদের দেশ হিসেবে দেখতে চায় না দেশবাসী। সকলে একযোগে কাজ করার ফলেই সুন্দরভাবে পূজা উদযাপিত হয়েছে। পৌর মেয়র আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে মঙ্গলবার রাতে প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক দেবী চন্দ ও অতিরিক্ত পুলিশ সুপার। এছাড়াও পূজা উদযাপন কমিটির কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে মেয়র আতাউর রহমান সেলিম বলেন- আমরা সকলের সহযোগিতায় এবার যানজটমুক্ত শহর হিসেবে পূজা উদযাপনের সুযোগ করে দিয়েছি। সুন্দরভাবে পূজা উদযাপনে ভূমিকা রাখায় তিনি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন, পূজা উদযাপন পরিষদসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। পরে হবিগঞ্জ পৌরসভার ব্যবস্থাপনায় খোয়াই মুখ পৌর ঘাটলা ও মাছুলিয়া পৌর ঘাটলায় প্রতিমা বিসর্জন করা হয়।