নিতেশ দেব, লাখাই থেকে ॥ লাখাই উপজেলায় ৭০টি মন্ডপে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে শারদীয় দুর্গাপূজা। মঙ্গলবার বিকেল ৪ টায় পুলিশ ও আনসার সদস্যদের উপস্থিতিতে নদীর ঘাট ও পুকুরে ৭০টি মন্ডপের প্রতিমা বিসর্জন দেয়া হয়। প্রতিমা বিসর্জনের পুরো বিষয়টি তদারকি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা, ওসি মোঃ নুনু মিয়া।
উপজেলা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হওয়ায় উপজেলা প্রশাসন, থানা পুলিশ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক সহ সকল সম্প্রদায়ের মানুষের প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন- লাখাইয়ে সব সময় তারা সম্প্রীতির মাধ্যমে ধর্মীয় অনুষ্ঠানমালা পালন করে আসছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com