স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে চাঁদা না দেয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রতনপুর বাজারের মাহি এন্ড ঐশি ডিপার্টমেন্টাল স্টোরে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তদের বাঁধা দেয়ায় ওই প্রতিষ্ঠানের মালিক শিহাব উদ্দিনের উপর অতর্কিত হামলা করা হয়েছে। এ ঘটনায় শিহাব উদ্দিন ৪ জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, রতনপুর গ্রামের মোঃ সফর আলীর পুত্র মোঃ শিহাব উদ্দিন দীর্ঘদিন ধরে ওই বাজারে ব্যবসা করে আসছেন। এ সুবাদে একই গ্রামের সফিক মিয়া, হাবিব মিয়া, কবির মিয়া ও বাবুল মিয়া তার দোকানে এসে প্রায়ই চাঁদা দাবি করে আসছে। চাঁদা না দিলে তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়ার হুমকি দেয় তারা। শিহাব উদ্দিনের অভিযোগ- হাবিব তার দোকানে এসে প্রায়ই ফ্লেক্সিলোড করে। গত সোমবার সন্ধ্যার দিকে হাবিব তার দোকানে এসে ২শ’ টাকা ফ্লেক্সিলোড করে চলে যায়। এ সময় হাবিবের কাছে ফ্লেক্সিলোডের টাকা চাইলে সে খাতায় লিখে রাখতে বলে। শিহাব ফ্লেক্সিলোড বাকী দিতে পারবে না জানালে এ নিয়ে দুজনের মাঝে বাকবিত-া হয়। এক পর্যায়ে তার দোকানে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় বাঁধা দিলে শিহাবের উপরও হামলা চালানো হয়। অভিযোগ- হামলাকারীরা দোকান থেকে নগদ টাকা, মুল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে।