চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলন করায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাছাড়া অবৈধ উপায়ে উত্তোলিত বালু জব্দ করা হয়েছে। চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক এক অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়- একটি চক্র দীর্ঘদিন ধরে উপজেলার হাকাজুড়া মনিপুর এলাকার বিভিন্ন নালা ও পতিত জমি থেকে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করে চোরাই পথে বিক্রি করে আসছে। বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক এক অভিযান চালিয়ে উত্তোলনকৃত বালু জব্দ করেন এবং অবৈধ উপায়ে বালু উত্তোলন করায় মিজান মেম্বারকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। অভিযানে সহযোগিতা করে চুনারুঘাট থানা পুলিশের একটি টিম।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com