স্টাফ রিপোর্টার ॥ মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মান্না মিয়াকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত গভীর রাতে সদর থানার এসআই মমিনুল ইসলাম পিপিএম, বিপিএম সহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উমেদনগর পুরান হাটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে ওই গ্রামের তৈয়ব আলীর পুত্র।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে। মাদক মামলায় মান্নার বিরুদ্ধে আদালত থেকে ১ বছরের সাজা পরোয়ানা রয়েছে। পুলিশের গ্রেফতার এড়াতে এতোদিন সে পলাতক ছিলো। বুধবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com