স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীসহ ৫ জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার দিবাগত গভীর রাত থেকে বুধবার সকাল পর্যন্ত সদর থানার এসআই মমিনুল ইসলাম, কৃষ্ণ সরকার ও এএসআই শিবলু মজুমদারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে গ্রেফতারকৃতরা হলো- সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের মৃত গিয়াস উদ্দিনের পুত্র মুহুরি সাবাজ মিয়া (৪০), বাঘারছাড় গ্রামের আরজু মিয়ার পুত্র বিলাল মিয়া (২৩), তার ভাই মধু মিয়া (৩৫), কাওসার মিয়া (৪০) ও মা মিনারা খাতুন (৫০)। গতকাল বুধবার তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত সাবাজ মিয়ার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com