স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে মাদক ব্যবসা জমজমাট হয়ে উঠেছে। যদিও কিছুদিন বন্ধ ছিলো, কিন্তু আবারও তা মাথাচাড়া দিয়ে উঠেছে। আর এসবে নেতৃত্ব দিচ্ছে শ্যামলী এলাকার কয়েকজন। এসব মাদক ব্যবসার ফলে চুরি, ছিনতাইসহ যুব সমাজ নষ্ট হচ্ছে। সম্প্রতি পুলিশের কথিত সোর্স ইকবাল হোসেন কয়েক মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দেয় মনে করে গতকাল সন্ধ্যায় হরিপুর এলাকায় ইকবালকে একা পেয়ে মারধোর করে মাদক ব্যবসায়ীরা। আহত অবস্থায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com