স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার আব্দাবখাই গ্রামে তুচ্ছ ঘটনা নিয়ে পিতা ও স্কুলছাত্রী কন্যাকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। আহত অবস্থায় বীরমুক্তিযোদ্ধা মৃত আব্দুল মন্নানের পুত্র আব্বাস আলী (৪০) ও তার কন্যা দশম শ্রেণির ছাত্রী সামছুন্নাহারকে (১৪) সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার বিকালে এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই গ্রামের মৃত কদ্দুছ মিয়ার পুত্র রবিন মিয়া ও উদয় মিয়াসহ একদল লোক তাদের বাড়িঘরে হামলা, ভাংচুর করে। এ সময় তারা বাধা দিলে পিতা-কন্যাকে পিটিয়ে আহত করে হামলাকারীরা।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com