নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর এলাকা থেকে এক্সকাভেটরের ব্যাটারী চুরির অভিযোগ সুজন মিয়া নামে এক যুবককে আটক করা হয়েছে। সুজন শায়েস্তাগঞ্জ পুরানবাজার রেলওয়ে ব্রিজ এলাকার বাসিন্দা শাহীন মিয়ার ছেলে। শুক্রবার দিবাগত রাতে পাহারাদার খেলু মিয়া সুজন মিয়াকে আটক করেন। এ সময় সুজনের সহযোগিরা ঠিকাদার আব্দুর রেজ্জাকের এক্সকাভেটরের ব্যাটারী নিয়ে পালিয়ে যায়।
খেলু মিয়া বিষয়টি সাবেক মেম্বার ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোঃ হেলাল মিয়া ও সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুর রেজাকে জানালে তারা বিষয়টি হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশকে অবগত করেন। খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক সুজন মিয়াকে থানায় নিয়ে যান। থানায় ঠিকাদার আব্দুর রেজ্জাক বাদী হয়ে মামলা করেছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com