স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ধুলিয়াখাল পয়েন্ট থেকে ৩শ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। গতকাল শনিবার দুপুরে ডিবির ওসি নুর হোসেন মামুনের নির্দেশে এসআই রিয়াজ আহমেদসহ একদল পুলিশ ওই এলাকা থেকে তাদের আটক করে।
আটককৃতরা হলো- হবিগঞ্জ শহরের নোয়াহাটি এলাকার মৃত শাহ বাবুল উদ্দিনের পুত্র জসিম উদ্দিন (৩৫) ও আনোয়ারপুর গ্রামের রনু মিয়ার পুত্র সুজন মিয়া (৩৩)। এ বিষয়ে পুলিশ বাদি হয়ে মামলা দিয়ে তাদেরকে গতকালই আদালতে প্রেরণ করে।
ওসি জানান, এ ধরণের অভিযান নিয়মিত চলবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com