মোঃ মামুন চৌধুরী ॥ শায়েস্তাগঞ্জ পৌরসভার জগন্নাথপুর রাধাকৃষ্ণ মন্দিরে চুরি সংঘটিত হয়েছে। শুক্রবার দিবাগত রাতে চোরেরা সিসি টিভি ক্যামেরার সংযোগ বিছিন্ন করে তালা ভেঙে মন্দিরে প্রবেশ করে স্বর্ণালঙ্কার, কাসা পিতলের বাসন ও স্টোর রুম থেকে বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। শনিবার সকালে মন্দির কমিটির লোকজন চুরির ঘটনা প্রত্যক্ষ করে স্থানীয় জনপ্রতিনিধি ও থানা পুলিশকে খবর দেন। পরে হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান, শায়েস্তাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, ওসি মোঃ নাজমুল হক কামাল, পৌর কাউন্সিলর আব্বাস উদ্দিন তালুকদারসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
মন্দির কমিটির সাধারণ সম্পাদক জনি চৌধুরী এসব তথ্য জানিয়ে বলেন, সিসি টিভির ফুটেজ দেখে এক চোর সনাক্ত করা হয়েছে। তাকে আটক করা গেলে বাকীদের নাম ও পরিচয় পাওয়া যাবে।
শায়েস্তাগঞ্জ থানার ওসি মোঃ নাজমুল হক কামাল বলেন, সিসি টিভি ক্যামেরার ফুটেজ থেকে এক চোরের ছবি সংগ্রহ করা হয়েছে। তাকে গ্রেফতারের জন্য পুলিশ চেষ্টা করছে। এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com