৮৪ তম জন্মদিনের আলোচনায় বক্তারা
নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জের একজন কৃতিসন্তান, যিনি সুদূর প্রবাসে থেকেও প্রবাসী বাংলাদেশি ও বাংলাদেশের মানুষের জন্য নানামুখী কল্যাণমূলক কাজের মাধ্যমে দীর্ঘ ৬ দশক ধরে সমাজ উন্নয়নে অনন্য ভূমিকা রেখে চলেছেন। আজ শীতবস্ত্র বিতরণের মাধ্যমে আমরা তাঁর কর্মের প্রতি সম্মান জানানোর চেষ্টা করছি। গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় বানিয়াচংয়ের তকবাজখানীস্থ রমজান আলী হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক ও বিশিষ্ট সমাজসেবী শামসুদ্দিন আহমেদ এমবিই’র ৮৪ তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। মাস্টার রমজান আলী ট্রাস্টের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন মোছাঃ লায়লা বেগম। এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা, বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সাবেক প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট রুহুল হাসান শরীফ ও শোয়েব চৌধুরী, বানিয়াচং ২নং ইউপি চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান, সৈয়দ জামাল উদ্দিন নানু মিয়া এবং সাহিত্যিক ও সাংবাদিক সিদ্দিকী হারুন। সভা পরিচালনা করেন সংবাদকর্মী ও ট্রাস্ট সদস্য কাওছার হোসেন নিয়াজী। অনুষ্ঠানে কয়েকশ’ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন অতিথিবৃন্দ।
উল্লেখ্য, শামসুদ্দিন আহমেদ ১৯৩৭ খ্রিস্টাব্দে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার সাতাইহাল গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৫৪ সালে তিনি ইংল্যান্ড গমন করেন। এরপর থেকে তিনি প্রবাসে নানা সমাজকল্যাণমূলক কর্মকা-ে নিজেকে যুক্ত করেন। মহান মুক্তিযুদ্ধের সময়ে তিনি ম্যানচেস্টার ও নর্থ ওয়েস্টে মুক্তিযোদ্ধাদের জন্য অর্থ সংগ্রহ ও বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত তৈরিতে কাজ করেন। এছাড়াও তিনি অনেকগুলো চ্যারিটি সংগঠনে যুক্ত আছেন। সমাজ উন্নয়নে নানামুখী কাজের স্বীকৃতিস্বরূপ ২০০০ সালে তিনি ইংল্যান্ডের রাণীর নিকট থেকে মেম্বার অব দ্যা অর্ডার অব ব্রিটিশ অ্যাম্পায়ার (এমবিই) উপাধিতে ভূষিত হন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com