স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার বড়কান্দি গ্রামে ইভটিজিংয়ের ঘটনাকে কেন্দ্র করে দুই দল লোকের সংঘর্ষে মহিলাসহ ৩০ জন আহত হয়েছে। গতকাল শনিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ চলে। সংঘর্ষে বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
সূত্র জানায়, ইভটিজিংয়ের ঘটনা নিয়ে বড়কান্দি গ্রামের ইদু মিয়ার সাথে জমসেদ আলীর বিরোধ চলে আসছে। এর জের ধরে গতকাল উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে গুরুতর আহত ইদু মিয়া, শিশ আলী, বেদানা বেগম, সত্তার মিয়া, ইমরান মিয়া, সামছু মিয়া, রাবেয়া খাতুন, রুকুম আলী, মোফাজ্জল, তোফাজ্জল, রানা আহমেদ, রহম আলী, শামীম মিয়া, তৈয়ব আলী, ছলিম, লুদন মিয়া, রাজু মিয়া, মাসুক মিয়া, গিয়াস উদ্দিন, জমসেদ আলী ও আল আমিনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বানিয়াচং থানার ওসি এমরান হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।