সৈয়দ আখলাক উদ্দিন মনসুর ॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ শহরের শতবর্ষী ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে বছরের দ্বিতীয় দিনে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হয়েছে। শনিবার সকাল সাড়ে দশটায় বিদ্যালয়ে করোনা পরিস্থিতির কারণে অন্যান্য বছরের ন্যায় জাঁকজমকপূর্ণ আয়োজন না হলেও সীমিত পরিসরে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বই বিতরণের ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে। শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুনুর রশীদ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা একাডেমিক সুপারভাইজার জগদীশ দাশ তালুকদার, শায়েস্তাগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক অভিভাবক প্রতিনিধি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর।
প্রধান অতিথির বক্তৃতায় জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল্লা বলেন, করোনা মহামারির মধ্যেও বর্তমান সরকারের প্রচেষ্টায় শিক্ষার্থীদের পড়াশোনার যাতে ব্যাঘাত না ঘটে, সেই কথা চিন্তা করে নতুন বই বছরের প্রথম দিনে বিতরণ শুরু করা হয়েছে।