স্টাফ রিপোর্টার ॥ অলিপুরে স্টীল ওয়ার্কশপ ব্যবসায়ী মোঃ ছুরুক মিয়ার চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করে তার হাতে তুলে দিয়েছে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। সেই সাথে মোবাইল চোরকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে।
শায়েস্তাগঞ্জ থানা পুলিশ জানায়, শায়েস্তাগঞ্জ থানাধীন চারিনাও গ্রামের মৃত লিলু মিয়ার ছেলে ওয়ার্কশপ ব্যবসায়ী মোঃ ছুরুক মিয়া (২৭) এর সাড়ে ১৮ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন গত ২৭ অক্টোবর চুরি হয়। এ ঘটনায় তিনি শায়েস্তাগঞ্জ থানায় জিডি করেন। জিডির প্রেক্ষিতে তদন্ত করে মোবাইল ফোনের অবস্থান নিশ্চিত হয় পুলিশ। এক পর্যায়ে এএসআই মোঃ জসিম উদ্দিন ও এএসআই মোঃ ইমাম হোসেন সঙ্গীয় ফোর্সদের নিয়ে গত শনিবার মোবাইল চোর মোঃ শাহিন মিয়াকে (২৫) অলিপুর থেকে আটক ও তার কাছ থেকে মোবাইল ফোনটি উদ্ধার করেন। আটক শাহিন মিয়া পশ্চিম নছরতপুরের মৃত আব্দুল করিমের ছেলে। পরে শাহিনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। উদ্ধারকৃত মোবাইলটি গতকাল রবিবার ছুরুক মিয়ার হাতে সমজে দেয় পুলিশ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com