স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রানীরকোট বাজার থেকে ৮ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। আটককৃতরা হলো চুনারুঘাট উপজেলার গেরারুক গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে মোঃ দুলাল মিয়া (২৬) ও গাদিশাল গ্রামের মৃত বরজু মিয়ার ছেলে মোঃ রফিক মিয়া।
র্যাব জানায়, গতকাল সন্ধ্যারাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি অভিযানিক দল চুনারুঘাট থানার রানীরকোট বাজার থেকে ৮ কেজি গাঁজা সহ তাদের দুজনকে আটক করে। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে চুনারুঘাট থানায় সোপর্দ করে র্যাব।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com