চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনের তফশীল ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে এনামুল হক মোস্তফা শহীদ অডিটরিয়ামে সাংবাদিক সম্মেলন ও সুধী সমাবেশের আয়োজন করা হয়। শনিবার বিকেল ৪টায় চুনারুঘাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনের তফশীল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার দৈনিক তরফবার্তা সম্পাদক অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন চুনারুঘাট পৌরসভার মেয়র মোঃ নাজিম উদ্দিন শামছুু। বিশেষ অতিথি ছিলেন চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ আলী আশরাফ। নির্বাচনী তফশীল ঘোষণাকালে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার যথাক্রমে বিশিষ্ট ব্যবসায়ী প্রণয় কুমার পাল, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি ও সেবা ডায়াগনস্টিক সেন্টারের এমডি কামরুল ইসলাম, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইকরা টেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ ইসমাইল হোসেন বাচ্চু ও মাসুদ চৌধুরী হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফজলুল হক তরফদার আবিদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যকসের আহ্বায়ক আব্দুস সালাম তালুকদার, চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জামাল হোসেন লিটন, ব্যকসের সদস্য সচিব সাজিদুল ইসলাম সাজিদ, সিনিয়র সাংবাদিক মুহিত চৌধুরী, এসএম সুলতান খান, মিজানুর রহমান, এসআর রুবেল মিয়া, ব্যবসায়ী আজগর আলী, মাওলানা আতাহার আলী, সিদ্দিকুর রহমান মাসুদ, মোঃ নাছির উদ্দিন, নুরুল ইসলাম তোতা, অ্যাডভোকেট নাজমুল ইসলাম বকুল, শফিউল আলম জুয়েল প্রমূখ। তফশীল ঘোষণা অনুষ্ঠানে সাংবাদিক ছাড়াও চুনারুঘাটের বিভিন্ন স্তরের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান নির্বাচন কমিশনার অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী আগামী ২১ নভেম্বর নির্বাচনের দিন ঘোষণার পাশাপাশি নির্বাচনের যাবতীয় কার্যক্রম তুলে ধরেন। ৩১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com