লায়ন্স ক্লাব্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট৩১৫বি১ এর অক্টোবর সার্ভিস উপলক্ষে লায়ন্স ক্লাব হবিগঞ্জ ও লায়ন্স ক্লাব অব ঢাকা রিজেন্সীর যৌথ উদ্যোগে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় মিরপুর বাজারে হোসাই মিয়া হাফিজিয়া এতিমখানায় চাউল, আলু, তৈল, লবন, পিয়াজ, রসুন, আদা, ডাল প্রদান করা হয়। দত্তপাড়া পূজা মন্ডপে ও এলাকাবাসীর মাঝে করোনা সুরক্ষা সামগ্রী ও কাপড়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল ও খাতা কলম, দরিদ্র কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়। এলাকাবাসীর মাঝে চারা গাছ, চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা সহ ঔষধ বিতরণ করা হয়। গতকাল ২৪ অক্টোবর সকাল ১১টা থেকে প্রায় এক হাজার দরিদ্রদের মাঝে সেবা ও বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উক্ত সেবা ও বিতরণে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব হবিগঞ্জের প্রেসিডেন্ট লায়ন মোঃ লিটন মিয়া। পরিচালনায় সেক্রেটারী লায়ন মোঃ মামুনুর রশীদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং সকল লায়ন লিডারদের পিন ও মেডেল দিয়ে সম্মানিত করেন লায়ন্স ক্লাব্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট৩১৫বি১ এর গভর্ণর লায়ন দেওয়ান নাসিরুল হক পিএমজেএফ, ফাস্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্ণর লায়ন শাহেনা রহমান, সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গভর্ণর লায়ন শরীফ আলী খান, পাস্ট ডিস্ট্রিক্ট গভর্ণর লায়ন শফিকুল আযম ভূইয়া সোয়েব, অক্টোবর সার্ভিস কমিটির চেয়ারম্যান লায়ন লুৎফুর রহমান খান, লায়ন্স ক্লাব অব ঢাকা রিজেন্সীর প্রেসিডেন্ট লায়ন রেখা শরীফ, লায়ন্স ক্লাব অব পল্টন হ্যারিটেজের পাস্ট প্রেসিডেন্ট লায়ন কাজী জামাল, লায়ন্স ক্লাব অব মে ফ্লাওয়ার পাস্ট প্রেসিডেন্ট লায়ন মোঃ রিপন, লিও ডিস্ট্রিক্ট ভাইস প্রেসিডেন্ট আশরাফুল ইসলাম সিজান, লায়ন্স ক্লাব অব হবিগঞ্জের পাস্ট প্রেসিডেন্ট লায়ন মোঃ রফিক মিয়া, লায়ন অ্যাডভোকেট এস এম আলী আজগর, লায়ন ইঞ্জিনিয়ার মোঃ মনসুর রশীদ কাজল, চার্টার প্রেসিডেন্ট লায়ন অ্যাডভোকেট এস এম বজলুর রহমান, ভাইস প্রেসিডেন্ট লায়ন আলহাজ্ব মোজাহিদ হোসেন চৌধুরী, জয়েন্ট সেক্রেটারী লায়ন মীর একেএম জামীলুন্নবী ফয়সল, ট্রেজারার সৈয়দ আমিনুল হাসান, জয়েন্ট ট্রেজারার লায়ন আব্দুর রহমান, ডিরেক্টর লায়ন গাজী মিজবাহ উদ্দিন, লায়ন মোঃ জালাল উদ্দিন, লায়ন মোঃ আব্দুল আহাদ, লায়ন সাব্বির আহমেদ, মেম্বার লায়ন ইঞ্জিনিয়ার জয়নাল উদ্দিন খান, লায়ন এম এ কাইয়ূম চৌধুরী, লায়ন এডভোকেট অর্জুন চন্দ্র রায়, লায়ন মোঃ আসাদুজ্জামান, লায়ন দিলিপ কুমার সরকার সহ স্থানীয় অতিথি মৌলভীবাজার ব্যাংকার এসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু তাহের, বাহুবল কমিউনিটি পুলিশের সভাপতি আসকার আলী ও আমিনুল ইসলাম চৌধুরী ফারুক, পল্লীবন্ধু ফরিদ মিয়া, সাংবাদিক সিদ্দিকুর রহমান মাসুম সহ এলাকার মুরুব্বিয়ান উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com