রেজাউল মোহিত খাঁন সভাপতি, সাধারণ সম্পাদক মোস্তুফা মিয়া
এস এম খোকন ॥ বানিয়াচং উপজেলা সদরের গ্যানিংগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২৬ সেপ্টেম্বর শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটাররা উৎসবমূখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ৬টি পদে মোট ২৫ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। প্রতিদ্বন্দ্বি কোন প্রার্থী না থাকায় ইতোমধ্যেই রেজাউল মোহিত খাঁনকে সভাপতি হিসেবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ভোট গণনার পর রাতে প্রিসাইডিং অফিসার মেধাবিকাশ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানু চন্দ্র চন্দ ফলাফল ঘোষণা করেন। সহ-সভাপতি পদে মোঃ আব্দুর রহমান মোটর সাইকেল প্রতিক নিয়ে ৩৬৫ ভোট ও সাবাজুর রহমান হরিণ প্রতিকে ২৮৩ ভোট, সাধারণ সম্পাদক পদে মোস্তুফা মিয়া হেলিকপ্টার প্রতিকে ২৯৬ ভোট, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মোঃ মতিউর রহমান হাঁস প্রতিক নিয়ে ৪১৬ ভোট, কোষাধ্যক্ষ পদে দিদারুল আলম গোলাপফুল প্রতিক নিয়ে ২৭৬ ভোট, প্রচার ও ক্রীড়া সম্পাদক পদে মোঃ মোশাহিদ মিয়া টিয়াপাখি প্রতিক নিয়ে ৩৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এছাড়া সাধারণ সদস্য পদে মাহির মিয়া মোরগ প্রতিক নিয়ে ৩৫১ ভোট, আব্দুল মুকিত আম প্রতিক নিয়ে ২৭১ ভোট ও মোঃ রবিউল আলম বাইসাইকেল প্রতিক নিয়ে ২৩৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
নির্বাচন পর্যবেক্ষণ করেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন, বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, ইউপি চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান, মাওলানা হাবিবুর রহমান, রেখাছ মিয়া, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন বাজারের ব্যবসায়ী নেতাসহ উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।