এস এম খোকন ॥ বানিয়াচঙ্গে ১৩ গ্রামে নতুন বিদ্যুত সংযোগ উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালে বানিয়াচং উপজেলার ১২নং সুজাতপুর ইউনিয়নে ৭৫ লাখ ৬ হাজার টাকা ব্যয়ে মধুপুর, বিষ্ণুপুর, হরিপুর, মেহেদীপুর, খড়তলা, জগৎপুর, গোড়াখালী, গবিন্দপুর, রাধাপুর, নিশ্চিন্তপুর, জয়পুর, আনোয়ারপুর ও গাজীপুরে প্রধান অতিথি হিসেবে বিদ্যুত সংযোগের উদ্বোধন করেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান। কার্তিক দাসের সভাপতিত্বে ও কৃষ্ণভক্ত দাস ও অরুন চন্দ্র দাশের যৌথ সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বানিয়াচং উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ মামুন মোল্লা, ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক অনুপ কুমার দেব, ৮নং খাগাউড়া ইউনিয়নের চেয়ারম্যান শাহ শওকত আরেফীন সেলিম, ১২নং সুজাতপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কদ্দুছ শামীম, ১৫নং পৈলারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান ফজলুর রহমান, শিক্ষক নেতা অরুণ কুমার দাশ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মজিদ খান বলেন- আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই দেশে উন্নয়ন হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছেন বলেই হাজার হাজার কোটি টাকা ব্যয় করে সড়ক, ব্রীজ, কালভার্ট নির্মাণ করে ভাটি অঞ্চলের সাথে উপজেলা ও জেলা সদরের যোগাযোগ স্থাপন ও গ্রামের মানুষকে বিদ্যুতের আলোয় আলোকিত করা সম্ভব হয়েছে। ইতিপূর্বে কোন সরকারই গ্রামগঞ্জের উন্নয়নসহ বিদ্যুত সংযোগ দিতে পারেনি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com