স্বপন বণিক ॥ গতকাল শুক্রবার আজমিরীগঞ্জ সদর বাজারে ভোক্তা অধিকার আইনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। আজমিরীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাস উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানে ধানের বীজের অতিরিক্ত মূল্য নেওয়ায় এবং মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রির অপরাধে আজমিরীগঞ্জ বাজারের রঞ্চিত পালকে ২ হাজার টাকা, সেকুল মিয়াকে ৩ হাজার টাকা, আমির হোসেনকে ৩ হাজার টাকা ও মোবাশ্বির আলমকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাস নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য সচেতনতার উপর জোর দেন এবং তাদের মধ্যে মাস্ক বিতরণ করেন।
সহকারী কমিশনার (ভূমি) জানান, আজমিরীগঞ্জ বাজারে ধান বীজের দাম অতিরিক্ত রাখা হচ্ছে খবরটি আমি জানতে পারি তাই তৎক্ষনাৎ অভিযান চালিয়ে ৪ প্রতিষ্ঠান যারা অসাধু উপায়ে ধান বীজের দাম বেশি রাখে তাদের জরিমানা করেছি এবং ভবিষ্যতে যাতে নায্য মূল্যে ধানবীজ বিক্রি করে সে ব্যাপারে তাদেরকে নির্দেশ দিয়েছি।
অভিযানে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন আজমিরীগঞ্জ থানার এ.এস.আই বিদ্যুৎসহ পুলিশ সদস্যবৃন্দ।
আজমিরীগঞ্জে ধানের বীজ অতিরিক্ত মূল্যে বিক্রি করায় ৪টি কৃষি বিপনন প্রতিষ্ঠানকে মোবাইল কোর্টের জরিমানা
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com