সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোর শনাক্ত করে পুলিশ
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ এলাকা থেকে চুরি হওয়া টমটম মাধবপুরের জগদিশপুর এলাকা থেকে উদ্ধার করেছে সদর থানা পুলিশ। গত ৭ আগস্ট টমটম ড্রাইভার শাহ উজ্জল জুম্মার নামাজ পড়ার জন্য টমটমটি কোর্ট মসজিদের সামনে রেখে নামাজের জন্য মসজিদে গেলে নামাজ শেষে বের হয়ে দেখেন টমটমটি নেই। পরে তিনি অনেক খোজাঁখুজি করে টমটমটি না পেয়ে হবিগঞ্জ সদর থানায় জিডি করেন।
জিডির পরিপ্রেক্ষিতে এসআই আব্দুর রহিম সিসি ক্যামেরা ফুটেজ দেখে দুই চোরকে শনাক্ত করেন। পরে গত ১৩ আগস্ট বৃহস্পতিবার রাতে দুই ছিচকে চোরকে কোর্ট মসজিদ এলাকা থেকে আটক করেন তিনি। দুই চোর হলো হবিগঞ্জ শহরের গরুর বাজারের বাবুল মিয়ার পুত্র রাজু মিয়া (১৭) ও ওই কালা মিয়ার পুত্র মাহিন মিয়া (১৬)। পরে দুই চোরকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে তাঁরা বলে মাধবপুরের জগদিশপুরের শাহ আলমের কাছে টমটমটি বিক্রি করে দেয়। পরে তাঁদের স্বীকারোক্তি মতে শাহ আলমের বাড়ি থেকে টমটমটি উদ্ধার হলেও শাহ আলমকে ধরা সম্ভব হয়নি। এ ব্যাপারে এসআই আব্দুর রহিম জানান, দুই চোরকে কারাগারে প্রেরণ করা হয়েছে। অন্যান্য চোরদের ধরতে অভিযান চলছে।