নিতেশ দেব, লাখাই থেকে ॥ লাখাই উপজেলায় করোনাভাইরাসের বিস্তার রোধে স্বাস্থ্যবিধি না মানায় ব্যবসায়ী ও যানবাহনে অতিরিক্ত যাত্রী বহন করার অপরাধে ৫টি মামলা করেছেন ভ্রাম্যমান আদালত। শুক্রবার বিকেল উপজেলার একটি বাজার ও নৌকাঘাটে অভিযান চালিয়ে ৫ জনকে ভ্রাম্যমান আদালতে মামলা করে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
পৃথক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুসিকান্ত হাজং। এসময় মাস্ক পরা এবং স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য জনসাধারণকে অনুরোধ করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতার করে লাখাই থানার একদল পুলিশ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com