হবিগঞ্জের মুখ রিপোর্ট ॥ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে সামাজিক দূরত্ব নিশ্চিতপূর্বক স্বাস্থ্যবিধি অনুসরণ করে হবিগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে আজ সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। সকাল ৮টায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন ও ফাতেহা পাঠ, সকাল সাড়ে ১০টায় অনলাইনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও যুব ঋণ বিতরণ, খোয়াই নদীর পাড় মাছুলিয়া ব্রীজ অংশে বৃক্ষরোপন করা হবে। ভার্চুয়াল প্লাটফর্ম ব্যবহার করে জেলার সকল প্রাথমিক বিদ্যালয় ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, জাতীয় শোক দিবসের সাথে সঙ্গতিপূর্ণ কবিতা পাঠ, রচনা প্রতিযোগিতা, পঠন দক্ষতার প্রতিযোগিতা, হামদ্ ও নাত্ প্রতিযোগিতা, দোয়া মাহফিলের আয়োজন এবং জেলা ও উপজেলাতে শিক্ষকদের নিয়ে ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন, জেলার সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ফটকে ব্যানার স্থাপন, দিনের প্রথম প্রহরে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, আলোচনা সভা, কবিতা পাঠ, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী, হামদ্ ও নাত্ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এ ছাড়াও জেলা তথ্য অফিস ১৪ ও ১৫ আগস্ট সন্ধ্যার পর নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু’ ‘সোনালী দিনগুলো’ ‘স্বাধীনতা কি করে আমাদের হলো’ ‘ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ’ ও ‘অসমাপ্ত মহাকাব্য’ শীর্ষক প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হবে এবং জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে উক্ত কর্মসূচি প্রচার করা হবে। তাছাড়া জেলা তথ্য অফিস হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ও শেখ হাসিনা মেডিকেল কলেজের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত ডিসপ্লে বোর্ড স্থাপন করেছে। জেলার প্রতিটি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সহ জেলা শহরের বিভিন্ন কার্যালয়ে ৮ হাজার পোস্টার বিতরণ করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com