কৃষকলীগ যুগ্ম সম্পাদক বললেন বঙ্গমাতার জন্মবার্ষিকী পালনে

বাধা সৃষ্টি করতেই এ হামলা চালানো হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের অনন্তপুরে কৃষকলীগের কার্যালয়ে হামলা ও ভাংচুর করা হয়েছে। হামলায় জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম মাহফুজ ও ছাত্রলীগ নেতা রনি আহত হয়েছেন। তাদেরকে রক্ষা করতে এগিয়ে গেলে অনন্তপুর এলাকার বাসিন্দা শওকত আলী ও একজন প্রবাসী আহত হন। আহতদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। গত বুধবার রাতে এ ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। ঘটনার পরপরই হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান মিজান, হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম আহতদের দেখতে হাসপাতালে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
সূত্র জানায়, ছাত্রলীগ নেতা রনির সাথে স্থানীয় বাসিন্দা যুবদল নেতা জসিম, প্রান্ত, মজনু মিয়া ও সজনু মিয়ার বিরোধ হয়। এদিকে ছাত্রলীগ নেতা রনি জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম মাহফুজের উদ্যোগে আয়োজিত বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব এর জন্মবার্ষিকী উদযাপনের প্রস্তুতি নিতে থাকলে সেই বিরোধ আরও তীব্র হয়। এক পর্যায়ে রনিকে তারা মারপিট করে। বিষয়টি জানাজানি হলে উত্তেজনা দেখা দেয়। স্থানীয় মুরুব্বী ও সাবেক পৌর কমিশনার নুরুল ইসলাম নানু মিয়া বিরোধ মিমাংসার উদ্যোগ নেন। এরই মধ্যে বুধবার রাতে কৃষকলীগের অনন্তপুরের অফিসে হামলা ও ভাংচুর করা হয়। এতে এসএম মাহফুজ ও রনি আহত হন। তাদেরকে রক্ষা করতে এগিয়ে গেলে স্থানীয় বাসিন্দা শওকত আলী ও একজন প্রবাসী আহত হন। জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম মাহফুজ জানান- বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী পালনের প্রস্তুতি নিতে থাকলে এলাকার যুবদল নামধারী কিছু সন্ত্রাসী কৃষকলীগের অফিস ভাংচুর করে ও নেতাকর্মীদের আহত করে।