এসএম সুরুজ আলী ॥ হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার ট্রাফিক পয়েন্টসহ বিভিন্ন এলাকায় প্রধান সড়কটি ভেঙ্গে গর্ত সৃষ্টি গেছে। এতে পথচারীদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। ব্যবসায়ীরা জানান, চৌধুরী ট্রাফিক পয়েন্ট এলাকার সেলুনপট্রি সংলগ্ন স্থানে প্রধান সড়কের কিছু অংশ ভেঙ্গে গর্ত সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই গর্তটিতে পানি জমে থাকে। এতে সাধারণ পথচারীদের দোকানগুলোর সাইট দিয়ে কেজাকেজি করে হেটে যেতে হচ্ছে। আবার অনেকেই গর্তে জমে থাকা পানি মারিয়ে হেটে যাচ্ছেন। গর্ত দিয়ে প্রতিনিয়ত গাড়ী চলাচলে গাড়ী থেকে ছিটকে ময়লা পানি পথচারীদের শরীরের উপর পড়ে যাচ্ছে। এতে পথচারীতে জমা-কাপড় ভিজে ময়লা যায়। এ অবস্থায় অনেকটা বিব্রতকর পরিস্থিতিতে পড়েন পথচারীরা। শুধু চৌধুরী বাজার পয়েন্ট সড়কের ডাকঘর এলাকা, পৌর মার্কেট এলাকার বেশ কিছু এলাকার রাস্তা ভেঙ্গে গেছে। এতে পথচারীতে চরম দুর্ভোগের সম্মুখীন হতে হচ্ছে। চৌধুরী বাজার ট্রাফিক পয়েন্টের সেলুন ব্যবসায়ী সুজিত চন্দ্র শীল জানান, দীর্ঘদিন ধরে আমার দোকানের সামনের প্রধান সড়কের অংশ বিশেষ ভেঙ্গে গিয়ে গর্ত সৃষ্টি হয়েছে। গর্তের পানি জমে থাকার কারণে চলাচলে ব্যবসায়ীসহ পথচারীদের চরম দুর্ভোগে পোহাতে হচ্ছে। তিনি রাস্তাটি সংস্কারের জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানান। এ ব্যাপারে হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান জানান, রাস্তাটি হবিগঞ্জ পৌরসভার নয়। এটি সড়ক ও জনপথ বিভাগের। তিনি বলেন-এ রাস্তাটি সংস্কারের জন্য ইতিপূর্বে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সাথে যোগাযোগ করেছি, তারা রাস্তাটি সংস্কারের আশ্বাস দিয়েছেন। তবে করোনা পরিস্থিতির কারণে রাস্তাটি সংস্কার করতে দেরী হচ্ছে। নির্বাহী প্রকৌশলী মোঃ সজিব আহমেদ জানান, কিছুদিন আগে চৌধুরী ট্রাফিক পয়েন্ট এলাকার ৮০ মিটার এলাকায় ইট দিয়ে হেরিংবোন বন্ড (এইচবিবি) পদ্ধতিতে রাস্তার কাজ শেষ করেছি। আর বাকি রাস্তার ভাঙ্গার স্থানগুলো ওই পদ্ধতি ৪/৫ দিনের ভিতরে সংস্কার কাজ শুধু করা হবে। ওই পদ্ধতিতে সংস্কার করা হলে কোন প্রকার পানি জমে থাকবে না।
তিনি বলেন-ওই রাস্তাটি স্থায়ী ভাবে চলাচলের উপযোগী করতে চৌধুরী বাজার খোয়াই মুখের বীর মুক্তিযোদ্ধা উমদা মিয়া ব্রীজ থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত টেকসই রাস্তা নির্মাণ করার জন্য ঢালাই কাজের একটি প্রস্তাবনা তৈরী করা হয়েছে। এই প্রস্তাবনা বাস্তবায়ন হলে প্রকল্প গ্রহন করে কাজ শুরু করা হবে। এছাড়াও শহরের বিভিন্ন স্থানে রাস্তা ভেঙ্গে গর্ত তৈরী হয়েছে। এতে সামান্য সৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে শহরের বিভিন্ন এলাকার বাসা-বাড়ির রাস্তাগুলোতে জলাবদ্ধা সৃষ্টি হয়েছে। এতে পথচারীদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com