স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে নির্দেশনা অমান্য করে সামাজিক দুরত্ব না মেনে কাপর বিক্রি করছেন কতিপয় ব্যবসায়ীরা। এসব দোকানপাট বন্ধ রাখার জন্য ব্যবসায়ী সংগঠনের নেতারাও দোকানে দোকানে গিয়ে অভিযান পরিচালনা করছেন। ব্যবসায়ীদের সূত্র জানায়, সম্প্রতি ঈদুল ফিতরকে সামনে রেখে বাণিজ্যমন্ত্রনালয় ১০ মে থেকে বিপণী কেন্দ্রগুলো সীমিত আকারে খোলা নির্দেশনা দেয়। নির্দেশনা অনুযায়ী সামাজিক দুরত্ব বজায় রেখে জামা-কাপড় বিক্রি করা কথা বলা হয়। বাণিজ্য মন্ত্রনালয়ের এ সিদ্ধান্তের পর হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ সভা করে সম্মিলিতভাবে ১০ মে থেকে ২৫ মে পর্যন্ত দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী হবিগঞ্জ ঘাটিয়া বাজার এলাকার অধিকাংশ কাপড়ে মার্কেটগুলো বন্ধ থাকলেও কিছু অসাধু ব্যবসায়ীরা তাদের দোকানগুলো খুলে সামাজিক দুরত্ব বজায় না রেখে জামা-কাপড় বিক্রি করছে। এদিকে আজ দুপুরে হবিগঞ্জ চেম্বারের ভাইস প্রসিডেন্ট দুলাল সূত্রধর ও ব্যবসায়ী কল্যাণ সমিতি ব্যকস সভাপতি সামছুল হুদা বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে দোকানগুলো বন্ধ রাখার নির্দেশ দেন।
এ ব্যাপারে হবিগঞ্জ চেম্বারের ভাইস প্রেসিডেন্ট দুলাল সূত্রধর জানান, করোনা পরিস্থিতিতে সিলেট বিভাগের মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জেলা হলো হবিগঞ্জ। করোনার ঝুঁকি মোকাবেলায় আমরা সম্মিলিতভাবে কাপড়সহ অন্যান্য দোকানগুলো ১০ মে থেকে ২৫ মে পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। তিনি বড় বড় শপিং মলের মালিকগণ তাদের দোকান বন্ধ রেখেছেন। এর মাঝে যারা এ সিদ্ধান্ত না মেনে দোকান খুলছেন তাদেরকে আমরা সর্তক করেছি। যারা নির্দেশনা মানবেন না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে প্রশাসন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com