স্টাফ রিপোর্টর ॥ বানিয়াচং থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেনের সাথে বানিয়াচং উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম খোকন ও বানিয়াচং বার্তার সম্পাদক ফরহাদ হোসেনের আলাপাকালে আইন-শৃঙ্খলা, মাদক, চুরি-ডাকাতিসহ সার্বিক বিষয়ে কথা বলেন। গতকাল বানিয়াচং থানায় অফিসার ইনচার্জের কক্ষে রাত ৮টায় আলাপকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় বানিয়াচং থানা অফিসার ইনচার্য বলেন বর্তমানে করোনা ভাইরাসের বিরুদ্ধে সারাদেশের ন্যায় বানিয়াচং থানা পুলিশও হবিগঞ্জের সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে কাজ করে যাচ্ছে। বানিয়াচং থানা থেকে সকল প্রকার আইন বিরোধী কর্মকান্ড দূর করে একটি শান্তিপূর্ন সমাজ বিনির্মানে বানিয়াচং থানা পুলিশ কাজ করে যাবে। মাদক, দাঙ্গা, জুয়া, চুরি-ডাকাতিসহ সকল প্রকার অন্যায় ও অনৈতিক কর্মকান্ড দূর করার জন্য আমাদের হবিগঞ্জ জেলার মাননীয় পুলিশ সুপার স্যারের নির্দেশে আমরা প্রতিনিয়ত তৎপর রয়েছি। বর্তমানে করোনা বিরোধী কর্মকান্ডে বানিয়াচং থানা পুলিশের লোকজন দিন-রাত সার্বক্ষনিক কাজ করে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। এ সময় অফিসার ইনচার্য বানিয়াচঙ্গের সর্বস্তরের সচেতন মানুষজনের সহযোগিতা চেয়ে বলেন সকলের সহযোগিতা পেলে বানিয়াচং থানার সকল অন্যায় অনিয়ম ও আইন বিরোধী কাজ বন্ধ করতে পারব। এ সময় উপস্থিত ছিলেন বানিয়াচং থানার ওসি তদন্ত প্রজিত কুমার দাস।