নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জে সামাজিক দূরত্ব না মেনে ব্যাংক লেনদেনের জন্য দীর্ঘ লাইন ধরেছে শহরের বেশ কয়েকটি ব্যাংকের শাখায়। শুক্র ও শনিবার ব্যাংকগুলো বন্ধ থাকায় রবিবার ব্যাংক খোলার সঙ্গে সঙ্গে দীর্ঘ লাইনে দাড়িয়েছেন ব্যাংকগুলোর গ্রাহকরা। অনেকে ব্যাংক খোলার নির্ধারিত সময় সকাল ১০টার আগেই লাইনে দাড়াতে দেখা যায়। সরেজমিনে দেখা গেছে, নবীগঞ্জ শহরের সোনালী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, জনতা ব্যাংক পূবালী ব্যাংকসহ বেশ কয়েকটি ব্যাংকে সকালথেকেই লাইন ধরে সাধারণ গ্রাহকরা।তবে ব্যাংকের ভেতরে একসাথে বেশী সংখ্যক লোক ঢুকতে না দেওয়ায় গ্রাহকদের লাইন বাইরের সড়কে এসে পড়েছে।গ্রাহকদের ভিড় সামলাতে সংশ্লিষ্ট কর্তারা হিমশিম খাচ্ছেন। এতে করে দেশে করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা থাকলেও মানছে না কেউ। এছাড়া অধিকাংশ লোকের মুখে মাস্ক নেই।