চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পানছড়ি আশ্রয়ন প্রকল্পে করোনার উপসর্গ নিয়ে মারা যাওযা ব্যক্তি করোনায় আক্রান্ত ছিলেন না। এ বিষয়টি জানিয়েছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের প্রফেসর ডাঃ প্রেমানন্দ দাশ সোমবার এ বিষয়টি নিশ্চিত করেন। গত ৬ এপ্রিল উপজেলা পানছড়ি আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা শাহনুর মিয়া (৬৫) শ্বাসকষ্ট ও ডায়াবেটিকসে আক্রান্ত হয়ে মারা যান। এলাকাবাসী বিষয়টি উপজেলা প্রশাসনকে জানালে ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ, সহকারি কমিশানর মিল্টন পাল ও চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হকসহ একদল পুলিশ। আশ্রয়নের ২৪২টি পরিবারের চলাচল সীমিত করা হয় এবং পানছড়ি বাজার বন্ধ করে দেওয়া হয়। উপজেলা স্বাস্থ্য বিভাগের একটি মেডিকেল টিম নিহতের নমুনা সংগ্রহ করার পর পুলিশ ও প্রশাসন নিহতের লাশ দাফন করে। নিহত ব্যক্তি করোনায় আক্রান্ত কিনা তা জানতে নমুনা পাঠানো হয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে। কিন্তু রিপোর্ট আসছিল না গত ৭ দিন ধরে। এ নিয়ে আশ্রয়নের বাসিন্দাদের আতংক কাটছিল না। এ বিষয়ে ওসমানী মেডিকেলের করোনা ইউনিটের ডাঃ প্রফেসর প্রেমানন্দ দাশকে ফোন করা হলে তিনি জানান, আমাদের ল্যাবে কারো করোনা পজেটিভ হলে সাথে সাথে সংশ্লিষ্ট উপজেলায় বা স্বাস্থ্য কর্মকর্তাকে জানিয়ে দেওয়া হয়। তিনি করোনা পজেটিভ হলে অবশ্যই জানিয়ে দেওয়া হতো। তিনি জানান রিপোর্ট আমরা ঢাকায় আইইডিসিআরে পাঠিয়েছি। সেখান থেকে উপজেলা বা জেলায় পাঠানো হবে।