স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে প্রথম কোন করোনা রোগী পাওয়ার পর জেলাকে লক ডাউন ঘোষণা এবং বৃষ্টির কারণে অবশেষে নিরব হয়েছে হবিগঞ্জ শহর। রবিবার ও সোমবার শহরের কোথাও ছিল না কোন কোলাহল। দুটি আইসোলেশ সেন্টারের আশপাশের এলাকার রাস্তা বাশ দিয়ে বন্ধ করে দেয়া হয়। শহরে ম্যাজিস্ট্রেট ও পুলিশের টহল জোরদার ছিল।
হবিগঞ্জের সিনিয়র সহকারী কমিশনার সৈয়দা শামসাদ বেগম জানান, রবিবার দুপুরে নির্ধারিত সময় ২টার পর শহরের চৌধুরী বাজার এলাকায় একটি দোকান খোলা থাকায় ২শ’ টাকা জরিমানা করা হয়। আর রাস্তায় যাদেরকে পাওয়া যায় তাদেরকে সতর্ক করে বাসায় পাঠানো হয়।
এদিকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে একজন করোনা রোগী ভর্তি আছে। সেই ওয়ার্ড এবং জেলা পরিষদ অডিটরিয়ামে স্থাপিত আইসোলেশন ওয়ার্ডে আরও ৩৭ জন আছে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে। হোম কোয়ারেন্টাইনে থাকা ১ হাজার ১৭৪ জনের মাঝে শেষ হয়েছে ১ হাজার ২৪ জনের। আরও অবশিষ্ট আছে ১৫০ জন। তাদের অধিকাংশই নারায়ণগঞ্জ ও ঢাকা ফেরত। বিদেশ থেকে আশা কয়েকজন ছাড়া সবার হোম কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হয়েছে।