নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সহ-সভাপতি মাওলানা শুয়াইবুর আহমদ চৌধুরীর পিতা, বিশিষ্ট শালিস বিচারক, প্রাক্তন মেম্বার ইয়াওর মিয়া চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মরহুম ইয়াওর মিয়া চৌধুরী উপজেলার করগাঁও ইউনিয়নের প্রাক্তন মেম্বার ছিলেন। তিনি নিজ গ্রাম শেরপুরসহ উপজেলার বিভিন্ন স্থানে একজন বিজ্ঞ শালিস বিচারক ছিলেন। সদা হাস্যোজ্জল ন্যায় বিচারক হিসেবে এলাকায় সুখ্যাতি রয়েছে তার। শুক্রবার বিকেল সাড়ে ৫টায় শেরপুর প্রাইমারী স্কুল সংলগ্ন মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক-সামাজিক নেতৃবৃন্দ, আলেম-ওলামাসহ নানা শ্রেণিপেশার মানুষের ঢল নামে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজার নামাজে নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, বানিয়াচং উপজেলার সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন খান, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব তোফাজ্জল ইসলাম চৌধুরী, ইউপি চেয়ারম্যান ছাইম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফু, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, প্যানেল মেয়র-১ এটিএম সালাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, শাহ রিজভী আহমদ খালেদ, শিহাব চৌধুরী, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার বার্তা সম্পাদক সেলিম তালুকদার, সাংবাদিক ছনি চৌধুরীসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
শোক : ইয়াওর মিয়া চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের এমপি গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ, সাবেক এমপি এমএ মুনিম চৌধুরী বাবু, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ সরওয়ার শিকদার, সাধারণ সম্পাদক আলমগীর মিয়া। নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জানান।