কন্ঠশিল্পী অরুনদ্যুতি ভট্টাচার্য্য ¯েœহা হবিগঞ্জের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। এ বছর সে এই প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। ছোট বেলায় স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণ শেখার পাশাপাশি পারিবারিকভাবে সঙ্গীত জীবনে তার প্রবেশ। তৃতীয় শ্রেণিতে লেখাপড়া করার সময় সে সঙ্গীতের সাথে পুরোপুরি জড়িয়ে পড়ে। নিজেকে সঙ্গীতের যোগ্য হিসেবে গড়ে তুলতে ওস্তাদ ঊর্মি রায় বর্ণার কাছে তালিম নেয়া শুরু করে। ওস্তাদের সুযোগ্য দিক নির্দেশনা পেয়ে সে একজন প্রতিভাবান কন্ঠশিল্পী হিসেবে সঙ্গীতাঙ্গনে জায়গা করে নেয়। রবীন্দ্র সঙ্গীত তার সবচেয়ে প্রিয় আর তাইতো রবীন্দ্র সঙ্গীত চর্চার মাধ্যমে তার সঙ্গীত জীবনে পথচলা। ইতোমধ্যে কন্ঠশিল্পী অরুনদ্যুতি ভট্টাচার্য্য ¯েœহা প্রায় ২৫টি সঙ্গীত প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রায় প্রতিটিতেই পুরস্কৃত হয়েছে। আর সবগুলো প্রতিযোগিতাই রবীন্দ্র সঙ্গীত কেন্দ্রীক। তাছাড়া সে রবীন্দ্র সঙ্গীতে বাংলাদেশ বেতারের তালিকাভূক্ত শিল্পী। সে ২০১৯ সালে ঢাকা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মেলন সঙ্গীত প্রতিযোগিতায় অংশ নিয়ে ১ম মান অর্জন করে। ওই প্রতিযোগিতায় ছায়ানটের নেতৃবৃন্দ ঢাকা থেকে হবিগঞ্জ এসে শিল্পী বাছাই করেন। নির্বাচিতরা ঢাকায় সারা দেশে থেকে আগত সেরা বাছাইকৃতদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে। দুই বার ঢাকায় সেরাদের বাছাই অনুষ্ঠিত হয়। পরে অনুষ্ঠানের মূল পর্ব অনুষ্ঠিত হয়। এতে অরুনদ্যুতি ১ম মান অর্জন করে। এবং সেই হবিগঞ্জ থেকে এ কৃতিত্ব অর্জনে সক্ষম হয়। এছাড়াও সে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০১৯ এ বাংলাদেশ শিশু একাডেমী সিলেট বিভাগীয় পর্যায়ে রবীন্দ্র সঙ্গীতে ‘গ’ বিভাগে ২য়, হবিগঞ্জ সদর উপজেলা পর্যায়ে ‘গ’ বিভাগে ১ম, ২০১৮ সালে বাংলাদেশ শিশু একাডেমী সিলেট অঞ্চল পর্যায়ে ৩য়, ২০১৯ সালে বাংলাদেশ শিশু একাডেমী হবিগঞ্জ আয়োজিত রবীন্দ্র সঙ্গীত প্রতিযোগিতায় ‘গ’ বিভাগে জেলা পর্যায়ে ১ম, জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় নজরুল সঙ্গীতে উপজেলা পর্যায়ে ১ম গ্রুফে শ্রেষ্ঠত্ব অর্জন করে। অরুনদ্যুতি’র প্রিয় খাবার ফুসকা, প্রিয় ফল আম আর প্রিয় ফুল চন্দ্র মল্লিকা। সাদা রং তার প্রিয় কারণ এই রং তার মনে সবসময় পবিত্র ভাব জাগরিত রাখে। তার অবসর সময় কাটে আপন মনে গান গেয়ে। তার পিতা পান্না লাল ভট্টাচার্য্য একজন স্বনামধন্য ব্যবসায়ী আর মা সুপর্না ভট্টাচার্য্য একজন আদর্শ শিক্ষক। মূলত মা-বাবার অনুপ্রেরণায় সঙ্গীত জগতে তার পথচলা। আর তাই বড় হয়ে সে ভবিষ্যতে একজন স্বনামধন্য গায়িকা হতে চায়। সঙ্গীতের মাধ্যমে সে হবিগঞ্জ তথা দেশের মুখ উজ্জল করতে চায়। এজন্য অরুনদ্যুতি সকলের কাছে আশীর্বাদ ও দোয়া কামনা করেছে। অরুনদ্যুতি’র এ স্বপ্ন সফল ও সার্থক হোক দৈনিক হবিগঞ্জের মুখ পরিবারের পক্ষ থেকে এ শুভ কামনা রইল।
– মঈন উদ্দিন আহমেদ