স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী স্বাগত সরকারের উপর চোরাই বিদ্যুৎ ব্যবহারকারীদের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন পিডিবির কর্মকর্তা কর্মচারীবৃন্দ। বৃহস্পতিবার বেলা ২টায় তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন করেন।
পরে তারা হামলাকারীদের গ্রেফতারের দাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দেন। মানববন্ধনে বক্তব্য রাখেন সহকারী প্রকৌশলী কবির হোসেন, মাজেদ হোসেন, সেলিম মিয়া, আব্দুল করিম, ফজলুর রহমান, মিজানুর রহমান, সাহিদুল ইসলাম টিপু প্রমূখ। বক্তারা বলেন- ২০১৯ সালের ৮ ডিসেম্বর রাতে নোয়াগাও গ্রামের শামীম সিদ্দিকের অবৈধ টমটম (ইজিবাইক) গ্যারেজে অভিযান পরিচালনা করে ১৮ লাখ ৬২ হাজার ৭৮০ টাকা জরিমানা করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। এ সময় তার গ্যারেজের চোরাই বিদ্যুত লাইন বিচ্ছিন্ন করা হয়। এ ঘটনায় বিদ্যুত আইনে মামলা দায়ের করা হলে ওই মামলায় শামীম ১৩ দিন কারাভোগ করেন। এ ঘটনার জের ধরে বুধবার রাত সোয়া ৮টায় দিকে নির্বাহী প্রকৌশলী স্বাগত সরকার সহকারী প্রকৌশলী কবির হোসেন ও কম্পিউটার অপারেটর তামান্না ফেরদৌসকে নিয়ে অফিস থেকে বের হয়ে বিদু্যুতের কন্ট্রোল রুমে যাওয়ার সময় শামীম ও তার লোকজন প্রকৌশলীর উপর হামলা চালায়। এতে তিনি আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন বিদ্যুত কর্মীরা। পরে তারা হবিগঞ্জের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।