বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের মেম্বার নুরুল ইসলামের বিরুদ্ধে প্রবাসীর বাড়িতে হামলা চালিয়ে ঘরবাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার সন্ধ্যার পর বানিয়াচং প্রথমরেখ মহল্লার সৌদি প্রবাসী আবুল কালামের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় প্রবাসীর স্ত্রী ফুলেন্নেছো ও তার ৪বছর বয়সী পুত্র মিনহাজকে পিটিয়ে গুরুতর আহত করে তারা। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অভিযোগে জানা যায়, ইউপি মেম্বার নুরুল ইসলামের সাথে দীর্ঘদিন ধরে প্রবাসী আবুল কালামের রাস্তার জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ঘটনার দিন সন্ধ্যার পর মেম্বার নুরুল ইসলামের নেতৃত্বে একদল লোক বাড়িতে একা থাকা প্রবাসী আবুল কালামের স্ত্রী ফুলেন্নেছার উপর হামলা চালায়। হামলাকারীরা বসতঘর ভাংচুর করে। একপর্যায় ঘরের আশেপাশের থাকা কয়েকটি ফলজ গাছ কেটে দেয়। হামলাকারীরা ঘরের শোকেসে থাকা অর্থকড়ি লুট করে নিয়ে যায়। হামলাকারীরা চিৎকার করে পরবর্তীতে জানে মেরে ফেলার হুমকি দেয় প্রবাসীর স্ত্রী ফুলেন্নেছাকে। বিষয়টি প্রবাসীর স্ত্রী ফুলেন্নেছা এলাকার মুরুব্বিদের অবগত করেন।