চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের পড়াঝার গাউছিয়া সুন্নিয়া আফছার তালুকদার হাফিজিয়া মাদ্রাসা থেকে ত্রিশ পাড়া পবিত্র কোরআন শরীফ মুখস্থ শেষ করায় হাফেজ মোঃ সাকিব মিয়াকে পাগড়ি ও সনদ প্রদান করা হয়েছে। শনিবার মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে বার্ষিক ওয়াজ মাহফিলে তাকে পাগড়ি ও সনদ তুলে দেন মাদ্রাসার সভাপতি আল্লামা এ.কে আফছার আহমদ তালুকদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসা কমিটি সহ-সভাপতি মোঃ মনির মহালদার, জেনারেল কমিটির সভাপতি মোঃ আইয়ূব আলী, মানিক মিয়া মেম্বার ও মাদ্রাসার কমিটির সকল সদস্যবৃন্দ। ওয়াজ মাহফিলে প্রধান অতিথি ছিলেন হযরত মাওলানা নূরুল হক জিহাদী। বিশেষ অতিথি ছিলেন আদমপুর গাউছিয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল কাইয়ুম তরফদার। প্রধান বক্তা ছিলেন খান্দুরা দরবার শরিফের মাওলানা রুকুনুজ্জামান নোমানী ও ক্বারী মাওলানা নুরুল আমিন। ওয়াজ মাজফিল পরিচালনা করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ ক্বারী মোঃ জাকির আল হোসাইনী।
প্রসঙ্গত, সাকিব মিয়া আদমপুর গ্রামের সুহেল মিয়া ও মোছাঃ হেলেনা খাতুনের ছেলে। ২০১৯ সালের অনুষ্ঠিত ইবতেদায়ী পরীক্ষায় অংশগ্রহণ করে সে ৪.৯৮ পেয়ে উর্ত্তীণ হয়েছে। সাকিব বড় হয়ে যেন ভাল আলেম হতে সেজন্য সকলের কাছে দোয়া চেয়েছে।