নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার প্রবীণ সাংবাদিক ও জাতীয় দৈনিক দিনকাল এর প্রতিনিধি শহীদ কামরুল হাসান চৌধুরী আলীমের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ। কামরুল হাসান চৌধুরী আলীম ১৯৭০ সালের ১৫ জুলাই নবীগঞ্জ পৌরসভার চরগাঁও গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন বিশিষ্ট সালিস বিচারক জানু মিয়া চৌধুরী এবং মাতা সাহেদুন নেছা চৌধুরী। নবীগঞ্জ জেকে উচ্চ বিদ্যালয় ও নবীগঞ্জ কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করে তিনি সাংবাদিকতা পেশায় যুক্ত হন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি দিনকাল, সাপ্তাহিক স্বাধীকার, পরিক্রমাসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক এবং সাপ্তাহিক পত্রিকায় সততা ও নিষ্ঠার সাথে কাজ করেছেন। অনুসন্ধানী ও অপরাধ বিষয়ক প্রতিবেদনের জন্য তিনি একাধিকবার হামলা ও হুমকির শিকার হন। ২০০৬ সালের ৭ নভেম্বর সকালে নিজ গ্রামের বাড়িতে আপন চাচা ও চাচাতো ভাইদের হামলায় গুরুতর আহত হন সাংবাদিক আলীম। পরদিন ৮ নভেম্বর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার চরগাঁও বড়বাড়ি জামে মসজিদে জুমার নামাজের পর পরিবারের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল এবং কবর জিয়ারতের আয়োজন করা হয়। এছাড়া আজ শনিবার নবীগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকেও স্মরণসভা আয়োজনের কথা রয়েছে।
পিতার মৃত্যুবার্ষিকীতে প্রয়াত কামরুল হাসান চৌধুরী আলীমের পুত্র নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরী সহকর্মী সাংবাদিক, শুভানুধ্যায়ী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দসহ সকলের কাছে দোয়া কামনা করেছেন।