স্টাফ রিপোর্টার ।। সিলেটের কদমতলী থেকে প্রাইভেট কার হাইজ্যাক করে বাহুবলে এনে মুক্তিপণ আদায় করা হয়েছে। তবে মুক্তিপণের মাধ্যমে জিম্মিরা মুক্ত হলেও উদ্ধার হয়নি প্রাইভেট কার। এমনকি ধরা পড়েনি কোন অপরাধীও। পুলিশ বলছে, অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
অনুসন্ধানে জানা যায়, গত ২৮ আগস্ট রাত ১২ টার দিকে সিলেট বাস টার্মিনাল থেকে (ঢাকা মেট্রো-গ-১৫-৩৭০৩) একটি প্রাইভেটকার আড়াই হাজার টাকায় ভাড়া করে মিরপুরে নিয়ে আসে স্থানীয় নোয়াগাঁও গ্রামের জামাল ও তার সহযোগিরা। মিরপুর-শ্রীমঙ্গল রোড আসার পর এলপিজি গ্যাস পাম্পের কাছে যাত্রীবেশী অপরাধীরা কারটির নিয়ন্ত্রণ নেয় এবং নোয়াগাঁও গ্রামে জামালের বাড়িতে নিয়ে যায়। সেখানে চালক নুর আলম ও তার সহযোগি মোস্তাক আহমেদকে বেঁধে ফেলা হয়। এ সময় তাদেরকে শারীরিকভাবে নির্যাতন করে কয়েক দফায় বিকাশ এর মাধ্যমে মুক্তিপণ বাবদ তাদের পরিবার থেকে ১ লাখ ৪০ হাজার টাকা আদায় করা হয়। ৩০ আগস্ট দুপুরে জিম্মিদের মুক্তি দেওয়া হয়। কিন্তু প্রাইভেট কারটি ছাড়া হয়নি।
কার চালক সিলেট এয়ারপোর্ট থানার কুনিপাড়া গ্রামের মহিবুর রহমানের ছেলে নুর আলম ও মোস্তাক আহমেদ মুক্ত হওয়ার পর বাহুবল মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এতে নুরুল আমিন (২৮), শিবলু মিয়া (২০), জামাল মিয়া (৪০), ইরফান মিয়া (৩৫), মোশাহিন মিয়া (৩৫) ও আহাদ মিয়াকে (৩৫) বিবাদী করা হয়। পরে পুলিশের একটি টিম জামাল ও তার সহযোগিদের গ্রেফতারে সাড়াশি অভিযান চালায়।