
স্টাফ রিপোর্টার ।। চুনারুঘাটের পূর্বাঞ্চলের এক সময়ের ত্রাস কালা মিয়ার অপকর্ম আবারও শুরু হয়েছে। তার দস্যুতার শিকার নিরীহ গ্রামবাসী। মামলা-হামলা, জমিদখলসহ বেশ কয়েকটি মামলার হুলিয়া মাথায় নিয়ে বীরদর্পে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। নিরীহ গ্রামবাসী তার অপতৎপরতা বন্ধের দাবিতে ও অবিলম্বে তাকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে। ৩০ আগস্ট শনিবার সকাল ১০টায় চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের শাহপুর, আঠালিয়া, শেখপাড়া ও সোনাজোড়া গ্রামবাসীর উদ্যোগে সালাম বাজার নামক স্থানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সাটিয়াজুরী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন, ৫নং ওয়ার্ডের মেম্বার মোঃ শফিক মিয়া, ডাক্তার আব্দুল হান্নান, ইউনিয়ন কৃষক দলের সভাপতি শহিদ মিয়া, আঠালিয়া গ্রামের আব্দুর রশিদ, মোঃ ঈমান আলী, মোঃ আফরোজ মিয়া ও ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আরজু মিয়া সহ অনেকেই। প্রতিবাদ সভায় ও মানববন্ধনে এলাকার নিরীহ নারী-পুরুষরাও অংশ নেয়।
বক্তারা বলেন, রানীগাঁও ইউনিয়নের হাকাজুরা গ্রামের মৃত ফটিক মিয়ার পুত্র কালা মিয়া একজন দুর্ধর্ষ সন্ত্রাসী ও জবরদখলকারী। বহু বছর পূর্বে সে কালা বাহিনী গঠন করে পূর্বাঞ্চলে ত্রাস সৃষ্টি করেছিল। একই কায়দায় আবারো জমি দখলসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েছে। বক্তারা বলেন, গত ২০ আগস্ট দিন-দুপুরে পাশ্ববর্তী গ্রাম সাটিয়াজুরী ইউনিয়নের শাহপুরের শাহআলমের জমি জোরপূর্বক দখল করে নেওয়ার চেষ্টা করে কালা মিয়া ও সাঙ্গপাঙ্গরা। এসময় শাহআলম তার নিজের সম্পদ রক্ষার্থে এগিয়ে গেলে কয়েকজনকে বেধড়ক মারপিট করে। এ ঘটনায় শাহআলম বাদী হয়ে কালা মিয়া, আরজু মিয়া ও এলাচ মিয়াসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মামলা করলে মামলাটি এফআইআর ভুক্ত হিসেবে লিপিবদ্ধ করা হয়। এর আগে গত ১৮ আগস্ট শাহপুর গ্রামের আজগর আলীর স্ত্রী বিধবা জাহানারা বেগম বাদী হয়ে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কালা মিয়াসহ ৩ জনের বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা করেন। বর্তমানে কালা মিয়াসহ তার সহযোগীরা পুলিশের চোখে ফাঁকি দিয়ে আবারোও এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করতে চাচ্ছে। এলাকাবাসী অবিলম্বে কালা মিয়াসহ তার সহযোগীদের গ্রেফতারের দাবি জানান।