আমি রশিদিয়া ট্রাভেলস এর পরিচালক নই হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম
গত ২৮ আগস্ট হবিগঞ্জের কয়েকটি স্থানীয় দৈনিকে রশীদিয়া ট্রাভেলস নিয়ে প্রকাশিত সংবাদে আমার নাম ও ছবি প্রকাশ করে আমাকে এই ট্রাভেলস এর পরিচালক বলে যে তথ্য প্রকাশ করা হয়েছে তা মিথ্যা, বানোয়াট ও মানহানীকর। আমার নাম উল্লেখ করে যে মিথ্যা ও ভুয়া তথ্য প্রকাশ করা হয়েছে আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।
আমি একজন মাওলানা ও হাফেজ হিসেবে বাগজুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করে আসছি। রশীদিয়া ট্রাভেলসের সাথে আমার কোন ধরণের ব্যবসায়িক সম্পর্ক বা কোন ধরণের চুক্তি বা কোন পদে সম্পৃক্ত নই। আমি মাদ্রাসার দায়িত্ব পালন করতেই সবসময় ব্যস্ত থাকি। আর আমাদের শ্রমের কারণে মাদ্রাসাটিও অল্পদিনে সুনাম কুড়িয়েছে। মাদ্রাসা বাদ দিয়ে অন্য কোনো ব্যবসায় সম্পৃক্ত হওয়ার মতো ইচ্ছে বা সুযোগ কোনটিই আমার নেই।
অথচ উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে এ ট্রাভেলসের পরিচালক হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে সমাজে আমার মানসম্মানের চরম ক্ষতি হয়েছে এবং এতে আমার মাদ্রাসা, বন্ধুমহল ও পরিবারেও বিরূপ প্রভাব পড়েছে। আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, যদি আমি এ ট্রাভেলসের সাথে জড়িত বা কোন পদে রয়েছি এমন প্রমাণ কেউ দেখাতে পারেন তবে আমি যেকোন শাস্তি গ্রহণ করব। এছাড়া কয়েকটি পত্রিকায় যেভাবে একই ধরণের সংবাদ ও সাথে অনেক কষ্ট করে আমার ছবি ব্যবহার করা হয়েছে। এতে প্রমাণিত হয় আমার মান সম্মান নস্ট করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে এসব তথ্য সরবরাহ করা হয়েছে। আমাকে কেন ভূয়া তথ্য দিয়ে মান সম্মান নষ্ট করা হয়েছে এর বিচার আমি সচেতন মানুষের কাছে চাই এবং প্রশাসনের সুদৃষ্টি কামনা করি।
হাফেজ মাওলানা মুফতি মহিবুর রহমান
মুহতামিম, বাগজুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা।