
চুনারুঘাটে ফ্রি চক্ষু চিকিৎসা দেয়া হয়েছে। শনিবার উপজেলার আমুরোড বাজার সংলগ্ন শুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। এর আয়োজন করে একে ফাউন্ডেশন। এতে ১ হাজার ২শ’ রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেয়া হয়। এর মধ্যে ৭২ জন রোগীকে অপারেশনের জন্য বাছাই করা হয়েছে। প্রত্যের রোগীকে বিনামূল্যে চশমা ও ঔষধ দেয়া হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর ড. মোহাম্মদ ফারুক। বিশেষ অতিথি ছিলেন ডা. মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম। চক্ষু শিবিরের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইংল্যান্ড প্রবাসী ব্যারিস্টার আশরাফুল আলম চৌধুরী বাবলু। বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com