
স্বপন রবি দাশ, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই-গুমগুমিয়া রাস্তার বেহাল অবস্থা বিরাজ করছে। একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক দীর্ঘদিন ধরে বেহাল থাকায় দুর্ভোগ পোহাচ্ছেন ওই রাস্তা দিয়ে চলাচলকারীরা। সড়কজুড়ে কর্দমাক্ত অংশ, গভীর খানাখন্দ এবং জলাবদ্ধতার কারণে প্রতিদিন দুর্ভোগে পড়ছেন শিক্ষার্থী, রোগী ও সাধারণ পথচারিরা। ভুক্তভোগিরা ওই রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন।
স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে ওই সড়ক দিয়ে চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। যানবাহন চলাচল বন্ধ থাকায় বাধ্য হয়ে অনেকেই পায়ে হেঁটে কাদা মাড়িয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন। এলাকাবাসী অভিযোগ, ‘এই রাস্তায় হাঁটাও দুঃসাধ্য হয়ে উঠেছে। প্রতিদিন সন্তানদের স্কুলে পাঠাতে ভয় লাগে। রোগী নিয়ে হাসপাতালে যেতে অনেক সময় অনাকাক্সিক্ষত পরিস্থিতির মুখে পড়তে হয়।’
স্থানীয় সূত্রে জানা যায়, একসময় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সড়কের কিছু অংশে আংশিক সংস্কার কাজ করা হয়েছিল। বর্তমানে সড়কটি চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে।
করগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুল ওয়াহিদ বলেন, আমাদের নিজস্ব অর্থায়নে কিছু অংশে সংস্কার করা হয়েছে। তবে পুরো সড়কের উন্নয়নের জন্য জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের সহযোগিতা অপরিহার্য। আমরা ইতোমধ্যে বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েছি।
১নং ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান মিজান বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক। বারবার আবেদন করা হলেও কাজ শুরু হয়নি। আমরা আশা করছি, জেলা ও উপজেলা প্রশাসন দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
২নং ওয়ার্ডের ইউপি সদস্য অলিউর রহমান জানান, প্রায় ১০ হাজার মানুষ এই সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করেন। এই অবস্থা দীর্ঘদিনের। এলাকাবাসীর ভোগান্তি চরমে পৌঁছেছে। অবিলম্বে রাস্তাটি সংস্কারের দাবি জানান তিনি।
৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. সাইদুর রহমান বলেন, ইউনিয়ন পরিষদ নিজের ক্ষমতার সর্বোচ্চ চেষ্টা করছে। কিন্তু প্রশাসনের সহায়তা ছাড়া এ ধরনের বড় প্রকল্প বাস্তবায়ন সম্ভব নয়।
এদিকে স্থানীয়ভাবে সচেতনতা ও সহযোগিতার অংশ হিসেবে সড়ক সংস্কারের উদ্যোগে অংশগ্রহণ করেছে কয়েকটি সামাজিক সংগঠন। এর মধ্যে রয়েছে গুমগুমিয়া ছাত্র কল্যাণ সংস্থা, করগাঁও বৈশাখী ক্লাব, পাঞ্জারাই যুব সংঘ পরিষদ। সংগঠনগুলোর পক্ষ থেকেও রাস্তাটির দ্রুত সংস্কারের দাবি জানানো হয়েছে।
এলাকাবাসীর ভাষ্য, কেবল আশ্বাসে নয়, বাস্তব উদ্যোগে রূপ নিতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিশ্রুতি। জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করে তারা দ্রুত রাস্তাটির সংস্কারকাজ শুরুর জোর দাবি জানিয়েছেন।