নিজস্ব প্রতিনিধি ।। শায়েস্তাগঞ্জে স্ট্যান্ড ইজারা নিয়ে অপপ্রচার ও আতঙ্ক ছড়াচ্ছে আওয়ামী ফ্যাসিস্টরা। এনিয়ে জনমনে ক্ষোভ দেখা দিয়েছে।
জানা যায়, সম্প্রতি নিয়ম মেনে শায়েস্তাগঞ্জ পৌরসভার পক্ষ থেকে শহরের গুরুত্বপূর্ণ স্থানে ৫টি স্ট্যান্ড ইজারা দেওয়া হয়। শহরের যানজট নিরসনের স্বার্থে ওইসব স্ট্যান্ড ইজারা প্রদান করা হয়েছে। এখানে বাঁধা হয়ে দাঁড়িয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আতাউর রহমান মাসুক, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি জালাল উদ্দিন মোহন ও আব্দুল গফুর, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জুয়েল মিয়া গং। তারা দাউদনগর রেলওয়ে গেইট সংলগ্ন স্থানে অবৈধ স্ট্যান্ড তৈরী করে সিএনজি চালকদের কাছ থেকে প্রতিমাসে মোটা অংকের টাকা হাতিয়ে নিতেন। বর্তমানে পৌরসভার পক্ষ থেকে স্ট্যান্ড ইজারা প্রদান করায় তাদের স্বার্থে আঘাত আসে। তাই তারা নানাভাবে অপপ্রচার ও আতঙ্ক ছড়াচ্ছেন।
শুধু তাই নয়, বুধবার ও বৃহস্পতিবার সকালের দিকে চালকদের জিম্মি করে আতাউর রহমান মাসুক এর বাংলোর সামনে সিএনজিগুলো আটকে রাখা হয়। এ সময় যাত্রীরা দুর্ভোগে পড়েন। পরে বিষয়টি জেনে প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হলে সিএনজি চলাচল শুরু হয়।
স্ট্যান্ডের ইজারাদার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদ আহমেদ সোহেল এর সাথে কথা বলে এসব তথ্য জানা গেছে। তিনি জানান- ২০২৪ সালের জুলাই-আগস্টে আওয়ামী ফ্যাসিস্টরা পরাজিত হয়। বর্তমানে তারা নানা ইস্যু তৈরী করে শান্ত শায়েস্তাগঞ্জ শহরকে অশান্ত করে তুলতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। এনিয়ে জনমনে ক্ষোভ দেখা দিয়েছে। এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক পল্লব হোম দাস বলেন- যানজট নিরসনের জন্য নিয়ম নেমে শহরের গুরুত্বপূর্ণ স্থানে ৫টি স্ট্যান্ড ইজারা প্রদান করা হয়েছে। এ বিষয়টিকে নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরাধী কাউকে ছাড় দেওয়া হবে না।