
চুনারুঘাট প্রতিনিধি চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের মিরাশী বাজার গরমছড়ি রাস্তার মাইজ গাঙের পুল (কাঠের পুল) অতি বর্ষণ ও পাহাড়ি ঢলে ভাসিয়ে নিয়ে যাওয়ার তিন দিনের মধ্যেই গ্রামবাসীর উদ্যোগে নির্মিত হলো। মঙ্গলবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অর্ধশত গ্রামবাসীর উদ্যোগে এ পুল নির্মিত হয়। এতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হারুনুর রশীদ। সহযোগিতা করে স্থানীয় বন বিভাগ
গত রবিবার ভোরে পাহাড়ী ঢলে পুলটি ভাসিয়ে নিয়ে যাওয়ার কারণে কয়েকটি গ্রামের মানুষ চুনারুঘাট ও রানীগাঁও ইউনিয়নের সাথে যোগাযোগে চরম বেকায়দায় পড়েন।
হারুনুর রশীদ জানান, তিনি বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ও ইউপি সদস্যকে জানান। তারা জানিয়েছেন এখানে ব্রীজ অনুমোদন হয়েছে। টেন্ডার হলে কাজ হবে। তারা স্থানীয় ভাবে পুলটি নির্মাণ করে দেওয়ার আশ্বাস দিলেও তিন দিনেও কাজ না করায় গ্রামবাসী নিজেই পুল নির্মাণের ঘোষনা দেন। এতে গরমছড়ি বিট অফিসের কর্মকর্তারা এগিয়ে আসেন। মঙ্গলবার সকাল থেকে হারুনুর রশীদের নেতৃত্বে গ্রামের যুবকরা কাঠ বাঁশ নিয়ে পুল নির্মাণের কাজ শুরু করেন। সন্ধ্যা ৭টায় কাঠের তৈরী পুলের কাজ শেষ হয়। ফলে যোগাযোগের দুর্ভোগ থেকে মুক্তি পায় কয়েকটি গ্রামের মানুষ।