
মতবিনিময় সভায় আলহাজ্ব জি কে গউছ
স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগতকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- হবিগঞ্জ শান্তিপূর্ণ শহর। এই শহরে আওয়ামী লীগ বিশৃঙ্খলা সৃষ্টি করলে আমরা বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিব না। আমরা শান্তির পক্ষে। কিন্তু দেশ এবং দলের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র হলে আমরা বসে থাকব না। হবিগঞ্জে যারা আওয়ামী লীগ করতেন, এখনও যারা আওয়ামী লীগ করেন, বিষ নিয়ে বসে আছেন, এই বিষ অন্তরে রাখুন, এই বিষ দিয়ে যদি জনগণের উপর ছোবল দিতে যান তাহলে মনে রাখবেন এটা গোপালগঞ্জ নয়। এটা হবিগঞ্জ।
আমরা অতীতে এর প্রমাণ দিয়েছি। কোনো অপশক্তি চক্রান্ত ষড়যন্ত্র করে বিএনপিকে দমিয়ে রাখতে পারবে না। বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের ২টি ও সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের ১টি ভোট সেন্টার কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় জি কে গউছ আরও বলেন- আওয়ামী লীগ শক্তের ভক্ত নরমের জম। আওয়ামী লীগ যেখানেই সুযোগ পায় সেখানেই ছোবল দিতে চায়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বই হচ্ছে তাদের হাত থেকে দেশকে রক্ষা করা, দেশের জনগণকে হেফাজত করা।
জি কে গউছ বর্তমান সরকারের উদ্দেশ্যে বলেন- সংস্কারের নামে সময় ক্ষেপন করছেন, আর প্রশাসন আপনাদের কথা শুনে না। এটা বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে শক্ত হাতে মবোক্রেসি দমন করতে হবে। জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হলে এর দায় আপনারা এড়াতে পারেন না।
তিনি বলেন- ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গিয়ে ভারতে বসে শুধু মুভি দেখেন না, সেখানে বসে বসে নতুন নতুন চক্রান্তের জাল তৈরী করছেন কিভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করা যায়। তাই আমাদের সতর্ক থাকতে হবে। বিএনপি অতীতেও জনগণের পাশে ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। আমরা জনগণের ভালোবাসায় সিক্ত হতে চাই। আওয়ামী লীগ মানুষের সম্পদ লুন্টন করে, আর বিএনপি মানুষের সম্পদের পাহাড়া দেয়, এটাই হচ্ছে বিএনপির রাজনীতি।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, হবিগঞ্জ পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, সিনিয়র সহ-সভাপতি মুজিবুর রহমান মুজিব, সাংগঠনিক সম্পাদক মতুর্জা আহমেদ রিপন, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হোসেন আনু, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, রাজিউড়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট মতিউর রহমান সানু, সভাপতি শেখ উসমান গনি, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম প্রমূখ।