সুমন আহমেদ বিজয় ॥ লাখাই’র নবাগত ইউএনও অনুপম দাশ যোগদান করেছেন। শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে তিনি নবীগঞ্জ উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা নবাগত ইউএনও অনুপম দাশকে ফুল দিয়ে বরণ করেন এবং লাখাই উপজেলার বিভিন্ন দপ্তরের যাবতীয় কার্যক্রম ও দায়িত্ব বুঝিয়ে দেন।
নবাগত ইউএনও অনুপম দাশ আনুষ্ঠানিক ভাবে যোগদান করার পর বিদায়ী ইউএনও নাহিদা সুলতানা তাকে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর ঘুরে ঘুরে দেখান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানাকে সড়ক পরিবহন ও সড়ক বিভাগের আওতাধীন ঢাকা বাস র্যাপিড ট্রানজিট এ ব্যবস্থাপক হিসেবে বদলী করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com