সুমন আহমেদ বিজয় ॥ লাখাইয়ে আঃ রহিম সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অশ্লীল নাচ-গান বন্ধের দাবি জানানো হয়েছে। গত ৩১ ডিসেম্বর লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে বামৈ কাটিহারা গ্রামের মান্যগণ্য ব্যক্তিবর্গ ও বৈষম্য বিরোধী ছাত্র জনতার পক্ষে মোঃ ওবাইদুল ইসলাম টিটু, নিজবা হোসেন মিঠু, মোঃ আতিক হাসান, মোঃ ইউনুস মিয়া সহ ৬ জন একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ২ জানুয়ারি বৃহস্পতিবার বামৈ আঃ রহিম সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অশ্লীল নাচ গানের আয়োজন করা হয়েছে। উক্ত বিদ্যালয় এলাকার পাশে একটি মসজিদ মাদ্রাসা বিদ্যমান থাকায় বিদ্যালয় মাঠে অশ্লীল নাচ গানে ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত করা হবে বলে এলাকাবাসী মনে করেন।
লিখিত আবেদনে উল্লেখ করা হয় অশ্লীল নাচ গানের আসর নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় শান্তি ভঙ্গের আশংকা বিদ্যমান থাকায় উক্ত নাচ গানের অনুষ্ঠান বন্ধ করা একান্ত আবশ্যক।
লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা জানান- এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। নাচ গানের কোন অনুমতি দেওয়া হয় নাই, শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নাচ গান বন্ধের জন্য লাখাই থানার ওসিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।
এ বিষয়ে লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বন্দে আলী জানান- সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে এ ধরণের অনুষ্ঠান না করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।