চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাটে পদক্ষেপ গণ পাঠাগারের উদ্যোগে বইপড়া প্রতিযোগিতা ও কবিতা কন্ঠের আবৃতি প্রশিক্ষণ শেষ হয়েছে। স্থানীয় বিয়াম ল্যাবরেটরি স্কুলে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় শতাধিক শিক্ষার্থী বইপড়া প্রতিযোগিতায় অংশ নেয়। ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের তিনটি গ্রুপে ভাগ করে ভিন্ন ভিন্ন বইয়ের উপর শিক্ষার্থীদেরকে পঠন-পাঠন মান যাচাই করা হয়। এদিকে পাঠাগারে দু’দিন ব্যাপী কবিতা কন্ঠের উদ্যোগে আবৃতি প্রশিক্ষণ শেষ হয়েছে। শনিবার সন্ধ্যায় আবৃতি প্রশিক্ষণার্থী এবং বই পড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য আবৃত্তিশিল্পী শ্রুতিঘর ঢাকার সভাপতি সৈয়দ ফয়সল আহমদ, কবি লেখক ও নাট্য নির্মাতা শুভাশিস সিনহা, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী জ্যোতি সিনহা, সহকারী অধ্যাপক কবিতাকন্ঠের সভাপতি মাজহারুল ইসলাম রুবেল ও শর্মিলা সিনহা।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com