লায়ন্স ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩১৫বি১ এর লায়ন্স ক্লাব অব হবিগঞ্জ ড্রিম ও ঢাকা রিজেন্সীর যৌথ উদ্যোগে সারা পৃথিবীর ন্যায় হবিগঞ্জেও ওয়ার্ল্ড অক্টোবর সার্ভিস পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল ১৮ অক্টোবর হবিগঞ্জ শিল্পকলা একাডেমীতে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তিনটি গ্রুপের বিজয়ী ৯ জনকে পুরস্কৃত করা হয় এবং অংশগ্রহণকারী সকলকে লায়ন্স ইন্টারন্যাশনাল এর সনদপত্র প্রদান করা হয়। ওয়ার্ল্ড অক্টোবর সার্ভিস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগীতা শেষে শহরের র্যালী বের করা হয়। লায়ন্স ক্লাব অব হবিগঞ্জ ড্রিমের প্রেসিডেন্ট লায়ন মীর একেএম জামীলুন্নবী ফয়সল এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ডিস্ট্রিক্ট কেবিনেট ট্রেজারার লায়ন অ্যাডভোকেট শিবলী খায়ের, রিজিওন চেয়ারম্যান ও ডিস্ট্রিক্ট রিডিং এ্যাকশন প্রোগ্রামের চেয়ারম্যান লায়ন মো: লিটন মিয়া, লায়ন্স ক্লাব অব হবিগঞ্জ ড্রিমের পাস্ট প্রেসিডেন্ট লায়ন গাজী মিজবাহ উদ্দিন, ট্রেজারার লায়ন মো: মিজানুর রহমান, ডিরেক্টর লায়ন এমজি মুহিত, লায়ন মো: ফারুক মিয়া, লায়ন মো: ফরিদ মিয়া, লায়ন ফেরদৌস আহমেদ চৌধুরী তুষার, মেম্বার লায়ন বাপ্পি রায়, লায়ন মো: আনোয়ার হোসেন, লায়ন মো: নাসির উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও অভিভাবক উপস্থিত ছিলেন। চিত্রাঙ্কন প্রতিযোগীতায় ‘ক’ গ্রুপে ‘ইচ্ছেমত’ ১ম ¯িœগ্ধা রায়, ২য় অদৃতা, ৩য় মুনশি ইসরাত, ‘খ’ গ্রুপ ‘গ্রাম বাংলার চিত্র ‘১ম শ^াশ^তী দেব, ২য় দীপ জয়, ৩য় অদ্বিতীয়া, ‘গ’ গ্রুপ ‘২০২৪ এর ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থান’ ১ম স্বাগতা, ২য় রাখি দাস, ৩য় সূর্ঘায্য দেব শীষ। শিল্পকলা একাডেমীর প্রশিক্ষক অসীম বণিক, আলী ইদ্রিস হাই স্কুলের সহকারী শিক্ষক (চারু ও কারুকলা) জ্যেৎ¯œা আক্তার জনি ও অ্যাডভোকেট মনি খান এর তত্ত্বাবধানে প্রতিযোগীতা সম্পন্ন হয়। বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com